ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

‘যেকোন মূল্যে সম্প্রীতির বন্ধনকে ধরে রাখতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে ধরে রাখতে হবে। এটি যদি হারিয়ে যায় তাহলে বাংলাদেশ পরাজিত হবে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে।

আজ (শুক্রবার) সকালে পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্প প্রাঙ্গণে শুভ কঠিন চীবের দানোৎসবে এ মন্তব্য করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এসময় ব্যারিস্টার বিপ্লব বলেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় ধর্মকে নিয়ে রাজনীতি হলেও শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। এই বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

শাকপুরা তপোবন সর্বজনীন বিহারের অধ্যক্ষ সদ্ধর্মজ্যোতিকাধ্বজ ভদন্ত বসুমিত্র মহাথেরোন সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথেরো, প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌর সভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।

আরকে//