গুজবে কান না দিতে অনুরোধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৮ পিএম, ১ নভেম্বর ২০২০ রবিবার

কোনো ধরণের গুজব বা উস্কানিমূলক কোনো বক্তব্যে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুজব ব্যক্তি সম্পর্কে তথ্য জানানোর জন্য অনুরোধ জানিয়েছে সরকার।
রোববার (১ নভেম্বর) রাতে এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে বলা হয়, কোনো ধরণের কোনো গুজব বা উস্কানিমূলক কোনো বক্তব্যে কান না দেয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো খবর পেলে তা অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে। এতে আরো বলা হয়, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।
এসি