ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার | আপডেট: ০৩:১১ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার

মন্ত্রিসভায় ২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (২ নভেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে সরকারি ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয় প্রান্ত থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা এতে অংশ নেন।

বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাধারণ ছুটি ১৪ দিন, এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিন পড়েছে ছয়দিন। আর নির্বাহী আদেশে সরকারি ছুটি আটদিন। এর মধ্যে একদিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।
এসএ/