ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

মার্কিন নির্বাচন: দুই কেন্দ্রের ফলাফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫০ পিএম, ৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার

মার্কিন নির্বাচনে দুটি ভোট কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি কেন্দ্রের সব ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সেখানে ট্রাম্প কোনো ভোট পাননি। এছাড়া আরেকটি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বাইডেনের চেয়ে বেশি ভোট পেয়েছেন ট্রাম্প। খবর সিএনএনের।

সিএনএনের ওই খবরে বলা হয়, নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ শহরের একটি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা শেষ হয় রাতের প্রথম প্রহরেই। এই কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছে। তার সব ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

ওই এলাকার ঐতিহ্য অনুযায়ী ভোটাররা সোমবার (২ নভেম্বর) মধ্য রাতে ভোট দিতে ব্যালসামস রিসোর্টে যান। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতের প্রথম প্রহরে একটি কক্ষে গিয়ে প্রত্যেকে ভোট দেন।

ডিক্সভিল নচ মাত্র ১২ জন বাসিন্দার একটি ছোট্ট শহর। মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের মধ্যেই কেন্দ্রের ফলাফল জানিয়ে দেওয়া হয়। এই কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছিল। পাঁচটি ভোটই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন।

এছাড়া মিসফিল্ড নামের একটি এলাকায় একটি কেন্দ্রে একইভাবে ২১টি ভোট পড়েছে। এ কেন্দ্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ ভোট।

এমবি//