ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৪ ১৪৩২

মোসাদ্দেক আলী ফালুর নামে মামলা করেছে দুদক

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৭:১৮ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
আজ সোমবার দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এই মামলা করেন। মামলায় বলা হয়, গত বছর মোসাদ্দেক আলী ফালু দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন তাতে একশ’ ৪৭ কোটি ১১ লাখ ৯৪ হাজার ৮শ’ ৩৮ টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন তিনি। এরমধ্যে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩শ’ ৯৮ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। এর আগে ২০০৭ সালে একই অভিযোগে ফালুর বিরুদ্ধে মামলা করেছিল দুদক।