ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করতে রাষ্ট্রপতির আহবান

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৭:২২ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগনকে সচেতন করতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।  
রোববার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সন্ত্রাস ও জঙ্গিবাদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে উল্লেখ করে, এ ব্যাপারে সচতেনতা বাড়ানোর পরামর্শ দেন রাষ্ট্রপতি। নতুন চেয়ারম্যান রিয়াজুল হক কমিশনের ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।