ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

শাহজাদপুরে ৪ হাজার মানুষের যাতায়াতে চরম দূর্ভোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত : ০৬:০৫ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ি এলাকায় রূপসী-পাকুরতলা সড়কে নির্মিত সেতুতে এখন ভরসা বাঁশের সাঁকো। গত বন্যায় সেতুর দু পাশের এপ্রোচের মাটি সরে যাওয়ায় তা চলাচলের জন্য এলাকার প্রায় ৪ হাজার মানুষের অনুপযোগী হয়ে পড়েছে। এখন সেতু দিয়ে চলতে ভরসা বাঁশের সাঁকো। 

জানা যায়, গত ২ বছর আগে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৩০ লাখ ৭৭ হাজার ৬৫৭ টাকা ব্যয়ে ৪০ ফুট কংক্রিট ব্রীজটি  নির্মাণ করা হয়। গত বন্যার পানিতে প্রবল তোরে ব্রীজের দু‘পাশের সংযোগ সড়ক থেকে মাটি সরে যাওয়ায় এলাকার ৩টি গ্রামের প্রায় ৪ হাজার মানুষ যাত্রা পথে চরম দুর্ভোগ পোহাচ্ছে। উপায় না পেয়ে এলাকাবাসী দুপাশে বাঁশের সাঁকো তৈরী করে কোন রকমে যাতায়াত করছে জালালপুর ইউনিয়নের জালালপুর, ঘাটাবাড়ি, পাকুরতলা, বাঐখোলা ও কুঠিরপাড়া গ্রামের মানুষ। 

এ বিষয়ে জালালপুর গ্রামের আসাদ আলী, আতিক হাসান, পাকুরতলা গ্রামের দেরাজ মোল্লা, আব্দুল হামিদ, দুলাল শেখ জানান, বেশ কিছু দিন ধরে আমরা যাতেয়াতে চরম কষ্ট পোহাচ্ছি। বিশেষ করে বৃদ্ধ ও স্কুল গামী শিশুদের যাতায়াতে বেশি কষ্ট হচ্ছে। তারা আরো বলেন, ব্রীজটি নির্মাণের পর ফেলা মাটি বন্যায় ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ধান, চাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা দ্রুত ব্রীজটির দু‘পাশে সংযোগ সড়ক নির্মাণের দাবী জানাই। 

এ ব্যাপারে জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ জানান, সেতুটি নির্মাণের পর মাটিভরাট করা হয়েছিল। কিন্তু বন্যার পানির তীব্র চাপে তা ভেঙ্গে গেছে। ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আবারও মাটিভরাট করে চলাচলের উপযোগী করা হবে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বন্যার পানির তীব্র চাপে তা ভেঙ্গে গেছে। পানি সরে গেলে মাটিভরাট করে চলাচলের উপযোগী করা হবে। 

আরকে//