ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

আত্রাইয়ের লোকালয়ে মুখপোড়া হনুমান: উৎসুক জনতার ভীড়

নওগাঁ প্রতিনিধি: 

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজার এলাকায় গত ৪দিন ধরে বিরল প্রজাতির মুখপোড়া একটি হনুমান ঘুরে বেড়াচ্ছে। দল ছুট হয়ে হনুমানটি লোকালয়ে চলে এসেছে বলে অনেকেইে ধারণা করছেন। 

এদিকে বিরল প্রজাতির এই হনুমানটি এক নজর দেখতে শিশু-কিশোর, নারীসহ শত শত উৎসুক জনতা ওই বাজাওে ভীড় করছে। আবার অনেকে হনুমানটিকে উত্যাক্ত করছে। এখনই আটক করে কোন বনে ছেড়ে দেওয়া না হলে যে কোন সময় এলাকার মানুষের হাতে প্রাণীটি প্রান হারাতে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে। এদিকে তাকে উত্যক্ত না করার জন্য উপজেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

জানা গেছে হনুমানটি গত রোববার রাতের যে কোন সময় দল ছুট হয়ে এ উপজেলায় চলে আসে।  সোমবার সকালে প্রথমে স্থানীয় লোকজন হনুমানটিকে উপজেলার ভবানীপুর বাজার মসজিদের ছাদে দেখতে পান। পরে হনুৃমানটি ওই বাজারের করইগাছের একটি ডালে আশ্রয় নেয়। খাবার সংগ্রহে তাকে বাজারের বিভিন্ন দোকানের চালে ও গাছের ডালে লাফিয়ে লাফিয়ে চলা ফেরা করছে। এখবর ছড়িয়ে পড়ার পর প্রতিদিন বাজারে উৎসুক জনতা ভীড় করছে। চিড়িয়াখানায় দেখতে পাওয়া গেলেও হাত-পা কালো ও মুখপোড়া এই হনুমানটি সচরাচর এই এলাকায় পাওয়া যায় না। তাই মানুষের তাকে দেখার কৌতুহলও একটু বেশী।

উপজেলার রায়পুর গ্রামের বিপ্লব কুমার পাল বলেন, হুনুমানটি এক গাছ থেকে আরেক গাছে, এক দোকানের চাল থেকে আরেক দোকানের চালে লাফিয়ে লাফিয়ে চলা ফেরা করছে। আমরা সাধ্যমত খাবার দিচ্ছি। তবে কেউ কেউ তাকে উত্যক্ত করছে। কার মানুষের হামলায় প্রাণীটি প্রাণ হারাতেও পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুবাইত রেজা বলেন, সংবাদটি এই প্রথম আমরা শুনলাম।  স্থানীয় বন বিভাগ চাইলে আমরা একসাথে হনুমানটি আটক করে যে কোন চিড়িয়াখানা বা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করতে পারি।  তিনি হনুমানটিকে উত্যক্ত না করে তাকে খাবার সরবরাহ করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।

আরকে//