ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

পয়ঃশোধনাগার প্রকল্প নির্মাণে চুক্তি সই

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার | আপডেট: ০৭:৫৪ পিএম, ১৫ মে ২০১৭ সোমবার

পয়ঃশোধনাগার প্রকল্প নির্মাণে কোরিয়ার পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই  করেছে  ঢাকা ওয়াসা । দুপুরে রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সই হয়। এ প্রকল্পের মাধ্যমে রাজধানীর ৫০ লাখেরও বেশি মানুষ পয়ঃনিষ্কাশন সেবা পাবে। একইসঙ্গে পানি ও পরিবেশ দূষণরোধ করা সম্ভব হবে।
রাজধানীর দাশেরকান্দিতে নির্মিত হচ্ছে প্রথম পয়:শোধনাগার। এর মাধ্যমে  স্যুয়েরেজ লাইনের বর্জ্য চলে যাবে শোধনাগারে। সেখান থেকে নিস্কাসিত হবে পরিশোধিত পানি।
রাজধানীর বিভিন্ন এলাকার পয়ঃবর্জ্য নিষ্কাশন করতে ঢাকা ওয়াসার মাস্টার প্লানের আওতায় নির্মিত হচ্ছে এমনই এক শোধনাগার। এর মাধ্যমে প্রায় ১৮টিরও বেশি এলাকার বর্জ্য শোধন করে নিষ্কাশিত হবে বালু নদীতে।    
এ প্রকল্প বাস্তবায়ন করতে সোমবার কোরিয়ার পরামর্শক প্রতিষ্ঠান হানকুক ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সির সঙ্গে চুক্তি করেছে ঢাকা ওয়াসা। প্রকল্পের নির্মাণ ব্যয় ৩ হাজার ৩শ’ ১৭ কোটি টাকা, যার প্রায় ৬৬ শতাংশ অর্থায়ন করছে চীনের এক্সিম ব্যাংক।
এরইমধ্যে প্রকল্পের আওতায় ৬০ একর অধিগ্রহণ করা হয়েছে। তিন ধাপে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান হাইড্রোচায়না করপোরেশন এর বাস্তবায়ন করবে। ২০১৯ সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে এর কাজ।