ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আল মামুনের জানাজা সম্পন্ন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:০০ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় নিহত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্বরত ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আল মামুনের জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে ঢাকা সেনানিবাসে তার জানাজায় অংশ নেন লেফটেনেন্ট জেনারেল সামছুল হক। এসময় তিনি শহীদের সম্মান দিয়ে আব্দুল্লাহ আল মামুনের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর শান্তিরক্ষীর মরদেহ নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বিন্দুপাড়ায় পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আল মামুন।
এএইচ/এমবি