ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৪ ১৪৩২

রাশিয়ার সাথে গোপন তথ্য ভাগাভাগির অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

প্রকাশিত : ০১:১১ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:১৯ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে গোপন তথ্য ভাগাভাগির অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।   
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোষ্টে এ তথ্য উঠে এসেছে। হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গেল সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সাথে সাক্ষাত করেন। সেসময় আইএস ইস্যুসহ নানা বিষয়ে তথ্য ভাগাভাগি করেন তারা। এর আগেও জাতীয় নিরাপত্তা সম্পর্কিত তথ্য পাচারের অভিযোগ উঠেছিলো ট্রাম্পের বিরুদ্ধে। এদিকে ওয়াশিংটন পোষ্টে প্রকাশিত তথ্য ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার।