ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

সেরা ক্লাবের পুরস্কার পেলো রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ৮ নভেম্বর ২০২০ রবিবার

আন্তর্জাতিক যুব সেবা সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ রোটার‍্যাক্ট জেলা সংগঠন, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ বাংলাদেশ এর সেরা ক্লাবের পুরস্কার লাভ করেছে। রোটার‍্যাক্ট জেলা ৩২৮১ বাংলাদেশ ২০১৯-২০ রোটারি বর্ষের কার্যক্রমের ভিত্তিতে প্রায় ৫ হাজার যুবক-যুবতীকে নিয়ে গঠিত দেশের ২৪৮টি রোটার‍্যাক্ট ক্লাবের মধ্যে সেরা ক্লাবের পুরস্কার প্রদান করেছে রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজকে। 

৬ নভেম্বর ঢাকার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ অডিটোরিয়ামে বিভিন্ন ক্লাবের প্রায় ৭'শ সদস্যের উপস্থিতিতে দিনব্যাপী অনুষ্ঠিত রোটার‍্যাক্ট জেলা সংগঠন আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্বাগতিকতায় ছিল রোটার‍্যাক্ট ক্লাব অব মিরপুর ঢাকা। অনুষ্ঠানে রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ এর সভাপতি (২০১৯-২০) মো. নাবির হোসেন এর নেতৃত্বে ক্লাব সদস্যবৃন্দ সেরা ক্লাবের অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

রোটার‍্যাক্ট জেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর ২০১৯-২০ রোটারি বর্ষের জেলা গভর্নর এম খাইরুল আলম, ২০২১-২২ বর্ষের রোটারি জেলা গভর্নর মুতাসিম বিল্লাহ ফারুকি, ২০২২-২৩ বর্ষের জেলা গভর্নর এম এ ওয়াহাব, ডিআরসিসি ২০১৯-২০ মো. মকবুল হোসেন, ডিআরসিসি ২০২১-২২ শুভাশীষ ভট্টাচার্য মলয়, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর ডিআরসিসি ২০২০-২১ মিনহাজ ইউ এ নাহিয়ান, রোটারি ক্লাব অব ঢাকা পল্টনের প্রাক্তন সভাপতি রনজিত কুমার পাল, সদ্য প্রাক্তন সভাপতি মো. আসাদুজ্জামান, প্রাক্তন জেলা রোটার‍্যাক্ট প্রতিনিধি-পিডিআরআর একে মুজিবুর রহমান এ্যানি, মো. কামরুজ্জামান খান টিপু, সৈয়দ আজমল মাহমুদ, আশিকুর রহমান মিশু, জেলা রোটার‍্যাক্ট প্রতিনিধি-ডিআরআর কাউসার আহমেদ রুবেল, নির্বাচিত জেলা রোটার‍্যাক্ট প্রতিনিধি এম মোস্তাফিজুর রহমান, রোটার‍্যাক্ট জেলা ৩২৮২ এর পিডিআরআর জিয়া উদ্দিন হায়দার শাকিল, আইপিডিআরআর মো. আব্দুল আহাদ, ডিআরআর এ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর, ডিআরআরই আল-আমীন সজীব প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রোটারি ক্লাবের প্রায় ৩৫ জন রোটারিয়ান উপস্থিত ছিলেন। 

রোটার‍্যাক্ট জেলা পুরস্কার ঘোষণা ও অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সদ্য প্রাক্তন জেলা রোটার‍্যাক্ট প্রতিনিধি-আইপিডিআরআর মো. আবু বকর সিদ্দিক রুপম। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব মিরপুর ঢাকা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সচিব সামিরা হোসেন মিলি।

রোটার‍্যাক্ট জেলা ৩২৮১ এর সেরা ক্লাব পুরস্কার গ্রহণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সভাপতি ও মডারেটর এস এম আলী আজম, প্রাক্তন সভাপতি হাসান আল মামুন, মো. বোরহানুল ইসলাম, তানভীর আহমেদ, সদ্য প্রাক্তন সভাপতি মো. নাবির হোসেন, সভাপতি মো. তরিকুল ইসলাম, নির্বাচিত সভাপতি আহাসানুর রহমান জিম, সদ্য প্রাক্তন সচিব আয়েশা ইসলাম, সচিব মাহির শাহরিয়ার পূণ্য ও ক্লাবের সকল সদস্য।

২০১৯-২০ বর্ষে রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ যেসব কর্মসূচি পালন করেছে তা হলো- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, মহান স্বাধীনতা দিবস উদযাপন, জাতীয় শোক দিবস পালন, মহান বিজয় দিবস উদযাপন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন, রক্তদান কর্মসূচি, ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি, ফ্রি ডায়াবেটিস টেস্ট কর্মসূচি, ফ্রি ডেন্টাল ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্লাব অভিষেক, দরিদ্রদের খাদ্য বিতরণ, প্রশিক্ষণ এসেম্বলি, ক্যারিয়ার কনফারেন্স, সাধারণজ্ঞান প্রতিযোগিতা, ইফতার মাহফিল, চার্টার ডে উদযাপন, যৌথসভা, ডিআরআর অফিসিয়াল ক্লাব ভিজিট, মাসিক বুলেটিন প্রকাশ, দেয়ালিকা প্রকাশ ইত্যাদি।

রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ এ বছর ৩৬তম রোটার‍্যাক্ট জেলা প্রশিক্ষণ সম্মেলন-ইনসাইট, জেলা হ্যাংআউট- রিফ্রেস ও জেলা ঈদবস্ত্র বিতরণ- ঈদ আনন্দ কর্মসূচি আয়োজন করেছে। এ বছর রোটার‍্যাক্ট জেলা কনফারেন্স, অ্যাসেম্বলি, প্যাসেট্স, অভিষেক, অ্যাওয়ার্ড, পিকনিক, র‍্যালি, কলার হ্যান্ডওভারসহ বিভিন্ন প্রোগ্রামে এ ক্লাবের সর্বাধিক সংখ্যক সদস্য অংশগ্রহণ করে।

রোটার‍্যাক্ট জেলা ফুটবল টুর্নামেন্টে ক্লাবটি এবছর চ্যাম্পিয়ন হয়েছে।রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ এবছর ক্লাব
কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ রোটারি আন্তর্জাতিক সাইটেশন লাভ করেছে।

২০১৯-২০ রোটারি বর্ষে রোটার্যা ক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ ৯টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড লাভ করে। অ্যাওয়ার্ডগুলো হলো- সেরা ক্লাব, সেরা বুলেটিন, সেরা ১০০% নিয়মিত সভা, সেরা রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ (প্রাক্তন সভাপতি তানভীর আহমেদ), সেরা জোনাল সেক্রেটারি (মো. তরিকুল ইসলাম), ২য় সেরা মাসিক ক্লাব রিপোর্ট (এমসিআর), ৩য় সেরা পেশা উন্নয়ন সেবা, ৩য় সেরা জেলা প্রোগ্রাম চিফ লিঁয়াজো অফিসার (প্রাক্তন সভাপতি তানভীর আহমেদ) ও ৭ম সেরা সভাপতি (মো. নাবির হোসেন)।

উল্লেখ্য, ১৮ আগস্ট ২০০১ রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ গঠিত হয়। ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’- এ আন্তর্জাতিক
শ্লোগান নিয়ে এবং ‘জ্ঞান অর্জন করো, বন্ধুত্ব গড়ো এবং স্বাবলম্বী হও’-এ ক্লাব থিম নিয়ে ক্লাবটি প্রতি বছর বিভিন্ন
সেবা-কার্যক্রম সম্পাদন করে আসছে।

রোটারি’ও ‘অ্যাকশন’ শব্দদ্বয় থেকে ‘রোটার্যা ক্ট’ শব্দটি নেয়া হয়েছে। রোটার‍্যাক্ট ক্লাব বিশ্বের বৃহৎ সুসংগঠিত আন্তর্জাতিক
যুবসেবা সংগঠন। ১৯০৫ সালে পল হেরিস কর্তৃক গঠিত রোটারি আন্তর্জাতিক ক্লাবের অভিভাবকত্বে রোটার‍্যাক্ট ক্লাব গঠন করা হয়। ১৯৬৮ সালের ১৩ মার্চ আমেরিকার নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে বিশ্বের প্রথম রোটার‍্যাক্ট ক্লাব গঠিত হয়। বর্তমানে বিশ্বের ১৮০টি দেশে ১০ হাজার ৬'শ ৯৮টি রোটার‍্যাক্ট ক্লাবে ২ লক্ষ ৩ হাজার ২শ ৯৮ জন রোটার‍্যাক্টর রয়েছে।
কেআই//