ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

ফ্রেঞ্চ ওপেন টেনিস থেকে সরে দাড়ালেন রজার ফেদেরার

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৫:৫০ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার

ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন টেনিস থেকে সরে দাড়ালেন ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরার।
মায়ামি ওপেন জিতলেও শেষ পর্যন্ত ইনজুরির সঙ্গে আর পেরে উঠলেন না রজার ফেদেরার। টানা দুই মাস বিশ্রামে থাকার পরও নাম প্রত্যাহার করতে হলো ফ্রেঞ্চ ওপেন থেকে। টুইটারে নিজেই এ তথ্য প্রকাশ করেছেন সুইস কিংবদন্তী রজার ফেদেরার। দুর্ভাগ্যবশত এ বছর ফ্রেঞ্চ ওপেন খেলা হচ্ছেনা বলে জানান ফেদেরার। এ মাসের ২৮ তারিখ থেকে ফ্রেঞ্চ ওপেন শুরু হবে।