ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

চেম্বার কর্মীদের মাস্ক পরতে হবে: বাণিজ্য মন্ত্রণালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০ পিএম, ৯ নভেম্বর ২০২০ সোমবার

করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের বিস্তার রোধে বাণিজ্যিক সংগঠনের কর্মকর্তা-কর্মচারি এবং এর অধিনস্ত এসোসিয়েশন, জেলা ও উপজেলা চেম্বার, ফাউন্ডেশন, গ্রুপ বা ফোরামের সদস্য ও কর্মকর্তা-কর্মচারিদের মাষ্ক পরিধান নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বানিজ্য মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) করোনাভাইরাসের বিস্তার রোধে মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এই অনুরোধ জানায়।

উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের বিস্তার রোধে মাস্ক পরিধানে বাধ্যবাধকতা মেনে চলতে সরকার আগেই পরিপত্র জারি করেছে। কিন্তু অনেক ক্ষেত্রে মাষ্ক ব্যবহারে শৈথিল্য পরিলক্ষিত হচ্ছে। এর প্রেক্ষিতে মন্ত্রীপরিষদ বিভাগ গত ১ নভেম্বর মাস্ক পরিধান বাধ্যতামূলক করার নির্দেশনা দেন।

এসি