ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৬ ১৪৩১

চুয়াডাঙ্গায় লাটাহাম্বার উল্টে নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজলোর দেউলী গ্রামে একটি লাটাহাম্বার (ভটভটি) উল্টে আশাদুল হক (৪৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ভটভটি চেপে ইটভাটায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আশাদুল একই উপজেলার নাপিতখালী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং দেউলী গ্রামের দেশ ইটভাটার শ্রমিক।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল খালেক জানান, লাটাহাম্বারটি দেউলী গ্রামে সড়কের ধারে খাদে উল্টে যায়। এসময় খাদের গাইডওয়ালের সঙ্গে মাথায় আঘাত পান আশাদুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এনএস/