ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

মাকে ভরণ-পোষণ না দেয়ায় ছেলে কারাগারে

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার

বৃদ্ধ মাকে ভরণ-পোষণ না দেয়ায় আকরাম মোল্যা (৫৫) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলার বিলবাউচ গ্রামের আকরাম মোল্যা তার বৃদ্ধ মাকে দীর্ঘদিন ধরে ভরণ-পোষণ দেন না। এমনকি মাকে মাঝে-মধ্যে মারধরও করতেন তিনি। 

নির্যাতিত মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আকরাম মোল্যাকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

এদিনই আকরাম মোল্যাকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এনএস/