ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

সাকিব-রিয়াদ খুলনায়, মুশফিক ঢাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

প্রায় তিন ঘণ্টা ধরে চলা প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। এর মধ্যদিয়েই নিজেদের দল গুছিয়ে নিয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণকারী দলগুলো। ড্রাফটে থাকা ১৫৭ জন ক্রিকেটারের মধ্যে থেকে ১৬ জন করে মোট ৮০ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলগুলো।

‘এ’ গ্রেডে থাকা সর্বোচ্চ পারিশ্রমিকের পাঁচ ক্রিকেটারের মধ্যে দুজনকে পেয়েছে জেমকন খুলনা। এই দলটির হয়ে খেলবেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া বেক্সিমকো ঢাকায় মুশফিকুর রহীম, ফরচুর বরিশালে তামিম ইকবাল ও গাজী গ্রুপ চট্টগ্রামে রয়েছেন মুস্তাফিজুর রহমান।

তবে ‘এ’ গ্রেড থেকে কোনও খেলোয়াড়কে দলে নেয়নি মিনিস্টার গ্রুপ রাজশাহী। দলটি ‘বি’ গ্রেডে থাকা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে নিয়েছে। একসময়ের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকেও দলে নিয়েছে রাজশাহী।

প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে বেশি ১ কোটি ১৪ লাখ টাকা খরচ হয়েছে জেমকন খুলনার। এছাড়া ১ কোটি ১৩ লাখ টাকা করে খরচ করেছে চট্টগ্রাম ও বরিশাল। সবচেয়ে কম ১ কোটি ২ লাখ টাকায় ১৬ খেলোয়াড় দলে নিয়েছে রাজশাহী। ঢাকার খরচ ১ কোটি ৩ লাখ টাকা।

পাঁচ দলের চূড়ান্ত স্কোয়াড
জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন এবং জহুরুল ইসলাম অমি।

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহীম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ এবং রবিউল ইসলাম রবি।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম এবং সোহরাওয়ার্দি শুভ।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং সানজামুল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম: লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।

এনএস/