ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

বাগদাদ-সিরিয়ায় অংশ নেয়া জঙ্গিরা যেন দেশে ফিরতে না পারে

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ১৬ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:০৮ পিএম, ১৭ মে ২০১৭ বুধবার

বাগদাদ সিরিয়ায় অংশ নেয়া জঙ্গিরা যেন দেশে ফিরতে না পারে সে ব্যাপারে সকল বিভাগকে সতর্ক করা হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে, অস্ট্র্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে সর্বোচ্চ নিরাপত্তার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী’র সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমনে এখন চলছে নির্মূল অভিযান।
জঙ্গিবাদ দমনের সকল অভিযানে বাংলাদেশ সফল বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং সফররত ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। এ’সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ দেশের জনগনই শুধু নয় প্রধানমন্ত্রীও ক্রিকেটকে ভালবাসেন। ক্রিকেটের ব্যাপারে তাই দেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা।
বাংলাদেশের মতো বিশ্বের কোথাও এমন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় না বলে এ’সময় জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সফররত ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রধান শন ক্যারল বলেন, বিসিবির সঙ্গে আলোচনা করেই পরবর্তী কর্মসূচী জানানো হবে।