ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

মরেনোর শেষ সময়ের গোলে স্পেনের রক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭ এএম, ১৫ নভেম্বর ২০২০ রবিবার | আপডেট: ১০:১০ এএম, ১৫ নভেম্বর ২০২০ রবিবার

রামোসের পেনাল্টি শট আটকে দিল সুইজারল্যান্ডের গোলরক্ষক

রামোসের পেনাল্টি শট আটকে দিল সুইজারল্যান্ডের গোলরক্ষক

উয়েফা ন্যাশনস লিগে লিগ ‘এ’ এর চার নম্বর গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্পেন। তবে হারতে বসা স্পেনকে শেষ মুহূর্তে উদ্ধার করে জেরার্ড মরেনোর গোল। যদিও এদিন পেনাল্টি বিশেষজ্ঞ রামোস দুই-দুইবার মিস করেন পেনাল্টি।

শনিবার রাতে সেন্ট জ্যাকব স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে ব্রিল এমবোলো কাট ব্যাক থেকে বল পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান ফ্রাউলার। আর এই গোলই ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে রাখে সুইজারল্যান্ডের।

বিরতির পর সমতায় ফেরার সুযোগ পায় স্পেন। ৫৭ মিনিটে পেনাল্টি পায় স্পেন। সার্জিও রামোসের নেওয়া স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন গোলরক্ষক ইয়ান সমের। 

ম্যাচের ৭৯ মিনিটে বিপদে পড়ে সুইজারল্যান্ড। স্পেনের আলভারো মোরাতাকে ফাউল করেন নিকো এলভেদি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। আর ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। এ সময়ও পেনাল্টি পায় স্পেন। এবারও পেনাল্টি মিস করেন রামোস। তার নেওয়া শট বোকা বানাতে পারেনি সমারকে। ধরে ফেলেন তিনি। 

শেষ পর্যন্ত স্পেনকে হারের হাত থেকে রক্ষা করেন বদলি খেলোয়াড় জেরার্ড মরেনো। ৮৯ মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে সের্হিও রেগিলনের বাড়ানো জোড়ালো ক্রস জালে পাঠান মরেনো। তার করা অন্তিম মুহূর্তের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা।

১-১ গোলের ড্রতে সেমিফাইনালের রাস্তা কঠিন করে ফেলেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে যেতে হলে মঙ্গলবার ঘরের মাঠে শেষ ম্যাচে জার্মানিকে হারাতে হবে তাদের।

এই ড্রয়ে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। আর ৩ পয়েন্ট নিয়ে চারে রয়েছে সুইজারল্যান্ড।

এএইচ/