সব ষড়যন্ত্র মোকাবেলা করে আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয়
প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৭ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৭:২৯ পিএম, ১৭ মে ২০১৭ বুধবার

সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির পিতার অসমাপ্ত স্বপ্নপূরণে আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সকালে গণভবনে দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে গেলে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়া ও খন্দকার মোশতাক সরাসরি জড়িত বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভানেত্রীর দেশে ফেরার দিনটি উদযাপনে সকাল থেকে গণভবনে ছিল দলীয় নেতা-কর্মীদের উপচে পরা ভীড়।
তবে সেই ফিরে আসার সময়টা ছিল অনেক কঠিন। প্রধানমন্ত্রীর স্মৃতিচারণে উঠে আসে দুই বোনের সেই সংগ্রামমুখর ভয়াল দিনগুলির কথা।
সামরিক শাসকের তোপের মুখে দলের দায়িত্ব নেয়া কঠিন ছিল বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
দেশ বিরোধী ষড়যন্ত্র এখনও রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করেই জাতির পিতার অসমাপ্ত স্বপ্নপূরণে আজীবন কাজ করে যাবেন তিনি।
ফিরে এসে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসা তিনি পেয়েছেন সেজন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান বঙ্গবন্ধু কন্যা।