ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

নবান্ন উৎসবে শিল্পকলা একাডেমির নানান আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

আজ পহেলা অগ্রহায়ণ। বছর ঘুরে আবার এসেছে নবান্ন উৎসব। প্রতি বছরের মতো এবারেও জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদের উদ্যোগে জাতীয় শিল্পকলা একাডেমির কফি হাউস চত্বরে উন্মুক্ত মঞ্চে আজ বিকাল ৪টা ১৫ মিনিটে যন্ত্রসঙ্গীতের মধ্য দিয়ে ২২তম ‘নবান্ন উৎসব-১৪২৭’ এর শুভসূচনা হবে। 

এ উৎসবে শিশুদল হিসেবে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবে মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা, দনিয়া সবুজ কুঁড়ি কচিকাঁচার মেলা ও স্বপ্নবীণা শিল্পকলা বিদ্যালয়।

একক সঙ্গীত পরিবেশন করবেন বুলবুল মহলানবীশ, সমর বড়ুয়া, সুরাইয়া পারভীন, আরিফ রহমান, আঁখি বৈদ্য, অনিকেত আচার্য্য, আবিদা রহমান সেতু, মাহজাবিন রহমান শাওলী, এসএম মেজবাহ, অবিনাশ বাউল, আনান বাউল, হালিমা পারভীন, শ্রাবণী গুহ রায়, নবনীতা জাইদ চৌধুরী অনন্যা, দীপাঞ্জন মুখোপাধ্যায়, বিপ্লব রায়হান, মারুফ হোসেন ও আসিফ ইকবাল সৌরভ। 

দলীয় নৃত্য পরিবেশন করবেন নৃত্যজন, স্পন্দন, ধৃতি নর্তনালয়, নৃত্যম, নূপুরের চন্দ, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র ও নান্দনিক নৃত্য সংগঠন। বিকাল ৪টা ৩০ মিনিটে নবান্ন কথন পর্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। 

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য দেবেন নবান্ন উৎসব উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা। 

সভাপতিত্ব করবেন নবান্ন উৎসব উদযাপন পর্ষদের সহ-সভাপতি মাহমুদ সেলিম। সঞ্চালনা করবেন নবান্ন উৎসব উদযাপন পর্ষদের সহ-সভাপতি মানজার চৌধুরী সুইট।
এসএ/