পাওনা টাকা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ১১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৭:০২ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার | আপডেট: ০৭:০৫ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আক্কাস আলী (৩৮) নামে এক যুবক নিহত ও ১১ জন আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার মহিষবেড় গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত আক্কাস আলী উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের মৃত মারাজ মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- উপজেলার মহিষবেড় গ্রামের হোসেন আলী ৫০ হাজার টাকা ধার দেন একেই গ্রামের রুহুল আমিনকে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সোমবার ক্বারী বাড়ি ও টুকানি বাড়ির পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে সংঘর্ষ বাধলে দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। এতে আক্কাস আলীসহ প্রায় ১২ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় আক্কাস আলীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলফাজ আলী (৬০), আক্তার মিয়া (৫৫) ও আব্দুল্লাহকে (১৫) আটক করেছে পুলিশ।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি এটিএম আরিসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে জেলা সদর হাসপাতালে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এনএস/
