ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ১৭ মে ২০১৭ বুধবার


নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ এ তথ্য জানান। এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তাফা জামান ইসলামের বেঞ্চ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন বিষয়টি শুনানির জন্য বেঞ্চের কার্য তালিকায় আসবে। পরে আদালত শুনানির জন্য তারিখ ধার্য করবেন।