ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা সুবিধা দিতে কাজ করছে সরকার- প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬:১২ পিএম, ১৭ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৬:১৫ পিএম, ১৭ মে ২০১৭ বুধবার

প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা সুবিধা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার- জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দারিদ্রমুক্ত দেশ গড়তে পুরো জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন,শিক্ষাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সব ধরণের পদক্ষেপ নিয়েছে সরকার। অনুষ্ঠানে ১৬ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধানমন্ত্রী। নিজেদের শিক্ষিত করে গড়ে তাদের প্রতি আহবানও জানান প্রধানমন্ত্রী। বলেন, সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পিছিয়ে পড়া জনজোষ্টির উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।