ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

নারায়ণগঞ্জে গুদাম পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকায় আকিজ সানশাইন ফ্লাওয়ার মিলের গুদাম-এ রঙের কাজ করতে গিয়ে অক্সিজেনের অভাবে ও সেফটি বেল্ট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বন্দর চিতাশাল এলাকার কুদ্দুস মিয়ার ছেলে রাজু ও ফতুল্লার সস্তাপুর এলাকার অমল দাসের ছেলে অন্তর দাস।

নিহতদের পরিবারের অভিযোগ- রঙের কাজ শুরুর আগে গুদাম পরিস্কার করতে গিয়ে অক্সিজেনের অভাবে ও নিরাপত্তা বেল্ট ছিড়েঁ উচু থেকে পড়ে তাদের মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে প্রতিষ্ঠানটির কতৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভূইঁয়া।

এনএস/