ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

সিরাজগঞ্জে জঙ্গি অভিযান : চারজনের আত্মসমর্পণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৩ এএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার | আপডেট: ১১:৪৫ এএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার

সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়ায় জঙ্গী আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব-১২’র একটি দল। অভিযানে এখন পর্যন্ত ৪ জন আত্মসমপর্ণ করেছেন। এর মধ্যে একজনের নাম কিরণ। বাকিদের নাম পরিচয় এখনও জানা যায়নি। 

আজ শুক্রবার ভোর রাত থেকে উকিলপাড়া মহল্লার শিক্ষক ফজলুল হকের বাড়িতে চালাতে শুরু করে র‌্যাব-পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ওই ঘরে প্রবেশ করেছে।

র‌্যাব-১২ এর এএসপি মো. মহিউদ্দিন মিরাজ ও স্থানীয়রা জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘ দিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিল। হঠাৎ গত কয়েক মাস আগে বগুড়া থেকে ২ জন অপরিচিত লোক এখানে এসে বাস করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‌্যাব শুক্রবার ভোর রাতে পুরো উকিলপাড়া ঘিরে ফেলে। ভোর সাড়ে ৫টার দিকে শুরু হয় অভিযান। গোলাগুলির শব্দে ঘুম ভাঙ্গে স্থানীয়দের। উৎসুক জনতাও অবস্থান নেয় আশপাশে। 

তবে, এ ব্যাপারে আইনশঙ্খলনা বাহিনীর পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু বলা হয়নি। অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

এসএ/