ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০২:৪১ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫৩ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার

রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও সমর্থকদের হাতে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে ঝালকাঠি শহরে মানববন্ধন হয়েছে।
মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। এসময় অবিলম্বে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান বক্তারা। উল্লেখ্য ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও আলোচিত রেইনট্রি হোটেলের মালিক বিএইচ হারুনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইক দেয়ার কারণে ঝালকাঠির কাঠালিয়ায় এক সাংবাদিককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।