ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৪ ১৪৩২

চট্টগ্রামে ৫ দিনব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রম

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৯ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার

অপরাধ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রম।
সকালে নগরীর লালদীঘি মাঠে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ’সময় মেয়র বলেন, চট্টগ্রামে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। এর ভয়াল থাবা থেকে সন্তানদের নিরাপদ রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে। এর আগে কমিউনিটি পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র। পরে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  শহীদ মিনারে গিয়ে শেষ হয়। নগরীর বিভিন্ন থানায় অপরাধ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে শুক্রবার থেকে পাঁচদিন বিভিন্ন কর্মসূচি পালন করবে কমিউনিটি পুলিশ।