তালা খুলে দিয়েছে ইউএসটিসির শিক্ষার্থীরা
প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৯ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে নিবন্ধনের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্তে অবশেষে ক্যাম্পাসের তালা খুলে দিয়েছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের শিক্ষার্থীরা।
দুপুরে শিক্ষার্থীরা একাডেমিক ভবন ও হাসপাতালের তালা খুলে দেন। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণে সরকার, মন্ত্রণালয়, বিএমডিসি এবং ইউএসটিসি কর্তৃপক্ষ সমন্বিতভাবে উদ্যোগ নিয়েছে। ২৫ জুন অনলাইনের মাধ্যমে চূড়ান্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর কথা রয়েছে বলে জানান শিক্ষার্থীরা। বিএমডিসির নিবন্ধনের দাবিতে চলতি বছরের জানুয়ারি থেকে আন্দোলন করছিলেন দেশী বিদেশী সহ¯্রাধিক শিক্ষার্থী।