ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩১ ১৪৩১

হিলিতে বিশ্ব এন্ট্রিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮ পিএম, ২৩ নভেম্বর ২০২০ সোমবার

এন্টিবায়োটিক ও অন্যান্য জীবানুরোধী ওষধের সতর্ক ব্যবহার এমন প্রতিপাদ্য নিয়ে ১৮-২৪ নভেম্বর পর্যন্ত দিনাজপুরের হিলিতে বিশ্ব এন্ট্রিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল ডা. নাজমুস সাঈদ, ডা. গাদ্দাফিসহ নার্সরা উপস্থিত ছিলেন। 

সভায় চিকিৎসকগণ, এন্টিবায়োটিক ও অন্যান্য জীবানুরোধী ওষধের ব্যবহারের ক্ষেত্রে সকল সতর্ক হওয়ার আহবান জানান ও অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ি ওইসব ওষধ ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়।
কেআই//