নির্মাণের দুই বছর পর বন্দরের কারশেডের কার্যক্রম শুরু
প্রকাশিত : ০৫:৪১ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৮ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার

নির্মাণের দুই বছর পর কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের কারশেডের। ২৪ কোটি টাকা ব্যয়ে কার শেডটির নির্মাণ শেষ হয়েছিলো ২০১৫ সালের মে মাসে।
সকালে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল এবং কাষ্টমস হাউসের কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান এই কার্যক্রম উদ্বোধন করেন। এ’সময় বন্দরের কার্যক্রম আরো গতিশীল করতে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি আমদানি-রপ্তানিকারকদেরও আন্তরিক হওয়ার আহ্বান জানান বন্দরের চেয়ারম্যান। জাতীয় রাজস্ব বোর্ড শেডটিকে বন্ডেড এলাকা ঘোষণা না করায় এতোদিন খালিই পড়ে ছিলো এটি। শেডটিতে ৯শ’র বেশি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।