আগামী বাজেটে ট্রাস্ট ফান্ড গঠনের পরামর্শ
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪৭ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার

শুধুমাত্র বিদেশি সাহায্যপুষ্ট প্রতিষ্ঠান দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়ন নাগরিক প্লাটফর্মের আহবায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ’জন্য আগামী বাজেটে একশ’ কোটি টাকার একটি ট্রাস্ট ফান্ড গঠনের পরামর্শ দিয়েছেন তিনি। আর সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।
‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশ’ বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা শীর্ষক সম্মেলনে উন্নয়ন সংস্থা ছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এসডিজি বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে।
এনজিও এবং সরকারের কাজে সমন্বয় হলে দেশের উন্নয়ন ত্বরাণ্বিত হবে বলেও মত দেন কেউ কেউ।
আয় বাড়ানোর পরামর্শ দিয়ে বক্তারা খাতভিত্তিক কর্মসূচি নিতে বেসরকারি উন্নয়ন সংস্থা গুলোর প্রতি আহবান জানান। আসন্ন বাজেটে ১শ’ কোটি টাকার ফান্ড গঠন সম্ভব না হলেও সরকার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বলে জানান সংশ্লিষ্টরা।
টেকসই আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে বেসরকারি সংস্থাগুলোর প্রতিও আহবান জানান বক্তারা।