ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

শিশুদের স্বাভাবিক বিকাশে বাধা না দেয়ার আহ্বান

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩২ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার

শিশুদের স্বাভাবিক বিকাশে বাধা না দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় শিশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ’কথা বলেন। পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে অভিভাবকদের প্রতিযোগিতাসুলভ মনোভাবের কারণে শিশুদের ধারণ ক্ষমতার কথা চিন্তা করা হয় না বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। অটিস্টিক শিশুদের মানব সম্পদে পরিণত করতে মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন।