ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ম্যাটস শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৯ পিএম, ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার

শাহবাগে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয় বেশকটি যানবাহন। এ সময় আহত হয়েছে অন্তত ৩০ জন। তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ম্যাটস শিক্ষার্থীদের দ্বিতীয় শ্রেনীর সুযোগ প্রদানসহ চারদফা দাবিতে সকাল থেকে কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থান নেয় তারা।
পরে শাহবাগে এসে রাস্তা বন্ধ করে করতে চাইলে পুলিশের সাথে বাধে সংঘর্ষ।
পুলিশের সাথে শিক্ষার্থীদের  ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় শিক্ষার্থিরা বেশ কয়েকটি গাড়ি ভাঙ্গচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে টিয়ারসেল ও জলকামাান ব্যবহার করে পুলিশ। এত বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, চার দফা দাবীতে শহীদ মিনারে অবস্থান নেয়ার পর শাহবাগে গেলে পুলিশ কোন কারণ ছাড়াই তাদের উপর হামলা করে।
আর পুলিশ বলছে, শাহবাগে যান চলাচলে বাধা দেয়ায় সেখান থেকে শিক্ষার্থীদের উঠিয়ে দেয়া হয়।