ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

শ্রীমঙ্গল প্রেসক্লাবের শীতকালীন সবজি বীজ বিতরণ 

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ও লালতীর সীড এর সহায়তায় সৌখিন কৃষকদের উৎসাহ দিতে করোনার ২য় ধাপে বিতরণ করা হয়েছে শীতকালীন সবজির বীজ।

বুধবার সকালে শ্রীমঙ্গল নিউজ কর্নারে এ বীজ বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন একুশে টেলিভিশনের নিউজ রোম এডিটর মাসুমা লিসা। 

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন বীর প্রতীক, শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়েক আহমদ, লালতীর সীড এর ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী, একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার মানিক শিকদার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন। 

উল্লেখ্য, এর আগে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার প্রারম্ভে লকডাউন চলাকালে লালতীর সীডের সহায়তায়  শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন গ্রামে গিয়ে কৃষকসহ ভিন্ন শ্রেণী পেশার মানুষকে মৌসুমি সবজী বীজ বিতরণ রোপন ও রোপন পদ্দতি দেখিয়ে দেয়া হয়। পরবর্তীতে অধিক সবজি চাষী ও চাষে উদ্বুদ্ধকারীদের প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়। বর্তমানে করোনার ২য় ধাপে প্রেসক্লাবের উদ্যোগে অনুরুপ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বক্তারা।  

আরকে/