ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার

সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. তৌহিদুল আলম খান। তিনি ইতিপূর্বে প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ রিস্ক অফিসার ও চীফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদানের মধ্যদিয়ে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তৌহিদুল আলম। বাংলাদেশে দেশিয় ব্যাংক সমূহের মাধ্যমে লিড এরেন্জার হিসেবে সিন্ডিকেশনস্ ফাইন্যান্সিংকে জনপ্রিয় তোলার ক্ষেত্রে তৌহিদুল আলম খানের ভূমিকা সর্বজনস্বীকৃত। 

বাংলাদেশে প্রথম সর্ববৃহৎ সিন্ডিকেশনস্ টার্ম লোন, প্রথম শরীয়াহ্ ভিত্তিক সিন্ডিকেশন বিনিয়োগ ও প্রথম রেটেড কমার্শিয়াল পেপার তার নেতৃত্বে সম্পাদিত হয়। করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং, গ্রীন ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, সাস্টেইনেবল ব্যাংকিং, শাখা ব্যাংকিং, সিন্ডিকেশনস ও স্ট্রাকচারড ফাইন্যান্স, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, এন্টি মানি লন্ডারিংসহ ব্যাংকিং-এর বিভিন্ন বিষয়ে তার ২৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। 

প্রাইম ব্যাংক ছাড়াও তিনি ইতিপূর্বে ব্যাংক এশিয়ায় হেড অব করপোরেট ও মধুমতি ব্যাংকে উপ-ব্যাস্থাপনা পরিচালক (বিজনেস) হিসেবে কাজ করেছেন। 

উল্লেখ্য, তার নেতৃত্বে প্রাইম ব্যাংক ২০১৮ ও ২০১৯ সালে এশিয়ায় ‘সাস্টেইনেবিলিটি রিপোর্টিং’-এর উপর যথাক্রমে ‘গোল্ড’ ও ‘প্লাটিনাম’ এওয়ার্ড অর্জন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ হতে স্নাতকোত্তরসহ তিনি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউনটেন্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স (আইআইবিআই), যুক্তরাজ্যের একজন ফেলো সদস্য এবং বাংলাদেশে প্রথম ’সার্টিফাইড সাসটেইনেবিলিটি রিপোর্টিং এস্যুরার’ (সিএসআরএ)।

তিনি মালয়েশিয়া হতে প্রকাশিত বিশ্বের ইসলামিক ফাইন্যান্সের নেতৃস্থানীয় ম্যাগাজিন ‘ইসলামিক ফাইন্যান্স নিউজ’,-এর আন্তর্জাতিক সংবাদ প্রতিনিধি এবং সিংগাপুর হতে প্রকাশিত ‘এশিয়ান ব্যাংকিং এন্ড ফিন্যান্স’ এর কন্ট্রিবিউটর। ইতিমধ্যে, দেশি-বিদেশি বিভিন্ন সংবাদপত্র ও জার্নালে টেকসই উন্নয়ন ও ব্যাংকিংসহ বিভিন্ন বিষয়ের উপর তার ২৫০টিরও বেশি লেখা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 

তৌহিদুল আলম ২০১৮ ও ২০১৯ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক টেকসই উন্নয়ন’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং এ বিষয়ের উপর বক্তব্য রাখেন করেন। এছাড়াও তিনি উক্ত সম্মেলনের পর্যবেক্ষণ ও মূল্যায়ন কমিটির সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা অর্জন করেন। 

কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্য়ায়ে তৌহিদুল আলম খান প্রবন্ধ প্রতিযোগিতায় ১৩ বার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরষ্কার লাভ করেন। তিনি আইসিএমএবি হতে প্রকাশিত জার্নাল ‘দি কস্ট এন্ড ম্যানেজমেন্ট’-এর দুই মেয়াদে এসোসিয়েট এডিটর হিসেবে কাজ করেছেন এবং এই বছর জার্নাল কমিটির চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়েছেন। 

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
এআই/এসএ/