ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

অতিথি পাখির কলতানে মুখর জাবির ক্যাম্পাস (ভিডিও)

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার

অতিথি পাখির কলকাকলিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। পুরো শীতে ক্যাম্পাস লেকে বিচরণ করে এসব পাখি। এগুলোর মধ্যে রয়েছে- বড় সাড়ষ, পিচার, সরালী, বাইপাচারসহ অসংখ্য নামী-বেনামি পাখি। 

চলমান করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এবার একটু আগেই আসছে এসব পাখি। তবে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের ক্যাম্পাসে যাওয়ার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়- ক্যাম্পাসে সবুজের সমারোহ, লেকের জলে ফোটা লাল শাপলার সঙ্গে যুক্ত হয়েছে হরেক রং আর বর্ণের পাখি। করোনার কারণে গত মার্চ থেকে ক্যাম্পাস বন্ধ থাকায় গাছ-গাছালিও পেয়েছে নতুন রুপ। 

পাখি দেখতে আসা কয়েকজন জানান, ‘অন্যান্য বছর যেখানে কোলাহল থাকে, এবার তুলনামূলক সবকিছু কম। পরিবেশটাও সুন্দর। পাখিরাও নিজের মতো চলার পরিবেশ পাচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা বলছেন, ‘পাখিদের অবাধ বিচরণে কোনওপ্রকার যাতে সমস্যা না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই সোচ্চার। ’

এদিকে করোনার কারণে আসন্ন জানুয়ারি ২০তম পাখি মেলা স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘এই মুহূর্তে মেলা আয়োজনের ব্যাপারে ভাবছি না। তবে পাখি থাকতে থাকতে যদি পরিবেশ স্বাভাবিক হয়, তাহলে আয়োজক কমিটি সেটি ভেবে দেখবে।’

পাখির নিরাপত্তা ও অবাধ বিচরণের জন্য ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ কিছুটা শিথিল করা হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজুল হাসান বলেন, ‘যারা পাখি দেখতে আসছেন, তাদের স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে ঢোকার অনুরোধ জানানো হয়েছে। যে জায়গাগুলোতে পাখি বেশি আসে, সে জায়গাগুলোতে নিরাপত্তাকর্মী বাড়ানো হয়েছে। অভয়ারণ্য যাতে নষ্ট না হয়, সেজন্য বাহির থেকে যারা দেখতে আসেন তাদেরকে সচেতন করা হয়।’

ভিডিও-

 

এআই/এনএস/