ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

বগুড়ায় অস্ত্রসহ আনসার আল ইসলামের ২ জঙ্গি আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার | আপডেট: ০৯:৫৮ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার

বগুড়ায় নব্য জেএমবির পর এবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াহ বিভাগের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার মধ্য রাতে বগুড়া সদরের বাঘোপাড়ার উত্তরপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার বি-পাড়া থানার সিদলাই উত্তরপড়া গ্রামের হাকিম সরকার ওরফে জজ মিয়ার ছেলে ইকবাল হোসেন সরকার (৪০) ও একই জেলার দেবিদ্বার থানার ভৈষরকুট গ্রামের শহিদুর রহমানের ছেলে জায়েদুর রহমান ওরফে আব্দুল্লাহ (৩৮)।  তারা দুজনেই জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর দাওয়াহ বিভাগের সক্রিয় সদস্য। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, বোমা তৈরীর বিস্ফোরক ৪৭৫ গ্রাম, ১টি চাপাতি, ২৫টি জঙ্গি বই এবং ৫০টি লিফলেট উদ্ধার করা হয়ছে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত ২ জঙ্গি সদস্য তাদের সংগঠনের দাওয়াতী কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফরের অংশ হিসেবে বগুড়ায় আসে। তারা রাত্রীযাপনের জন্য সেখানে গেলে পুলিশের কাছে সংবাদ আসে। এরপর গোয়েন্দা পুলিশের একটি চৌকসদল সেখানে অভিযান চালিয়ে মসজিদ ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। 

এ ব্যাপারে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই জন জানান, তারা গত ৫ বছর ধরে জঙ্গি সংগঠন  আনসার আল-ইসলামের দাওয়াহ বিভাগের কার্যক্রম চালাচ্ছে। এ পর্যন্ত দেশের ১৪টি জেলা সফর করেছে তারা। সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করছিলেন। গ্রেফতারকৃতদের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।
কেআই//