ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

গলাচিপায় ইপিজেড’র দাবিতে ১০ হাজার লোকের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রবিবার

পটুয়াখালীর গলাচিপায় রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল- ইপিজেড পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নের দাবিতে গলাচিপা উপজেলা ইপিজেড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদার নেতৃত্বে উপজেলার প্রায় ১০ হাজার লোকের অংশগ্রহণে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

আজ রোববার সকাল ১০টায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়কসহ অলিগলির দুপাশে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সামাজিক সংগঠন, পেশাজিবী সংগঠন ও সর্বস্তরের শ্রেণি পেশার জনগনের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন- গলাচিপা ইপিজেড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক স্থানীয় জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি), ইপিজেড বাস্তবায়ন কমিটির সদস্য সচিব গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুঃ আরিফুর রহমান টিটু, কেন্দ্রীয় যুবলীগ সহ সম্পাদক মু. মামুন আজাদ।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে ইপিজেড নির্মাণ এবং তা পূর্ণরূপে বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

এনএস/