ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৩ ১৪৩২

গাজীপুর থেকে বিদেশী পিস্তলসহ অপহৃত ২জনকে উদ্ধার করেছে র‌্যাব

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৯ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১৬ পিএম, ১৯ মে ২০১৭ শুক্রবার

গাজীপুর থেকে বিদেশী পিস্তলসহ অপহৃত ২জনকে উদ্ধার করেছে র‌্যাব।
গাজীপুরের টেকনপাড়া এলাকা থেকে অপহৃত মিরাজুল আলম ও রাকিবুল আলম নামে ২জন যুবককে উদ্ধার করেছে র‌্যাব ওয়ানের একটি দল। একই সাথে অপহরণকারী চক্রের ৬ সদস্যকেও গ্রেফতার করেছে র‌্যাব। ২ রাউন্ড গুলি ্ও ১টি বিদেশী পিস্তলের পাশাপাশি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মহিউল ইসলাম। ১৮ই মে রাত ৯টায় জয়দেবপুর চৌরাস্তা এলাকা থেকে অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করে মুক্তিপন দাবী করতে থাকে আসামীরা।