বৈশ্বিক উষ্ণতা রোধে পরিবেশ উপযোগী গাছ লাগানোর আহ্বান
প্রকাশিত : ০৭:০২ পিএম, ১৯ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:০৭ পিএম, ১৯ মে ২০১৭ শুক্রবার

নদী রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণতা রোধে পরিবেশ উপযোগী গাছ লাগানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ নদী বাচাঁও আন্দোলন।
ঢাকা রিপোটার্স ইউনিটিতে নদী, প্রকৃতি ও পরিবেশবাদী এ সংগঠন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ক্ষতি করে এমন গাছ নয়, নদীর পাড়ে অব্যবহৃত জমিতে পরিবেশবান্ধব গাছ লাগিয়ে সবুজ বিপ্লব ঘটাতে হবে। নদী বাচঁলে বাচঁবে দেশ, তাই দখল আর দূষণ থেকে রক্ষার জন্য সরকারী যথাযথ পদক্ষেপেরও দাবি জানান বক্তারা।