ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি

প্রকাশিত : ১২:০৬ পিএম, ২০ মে ২০১৭ শনিবার | আপডেট: ১২:১৩ পিএম, ২০ মে ২০১৭ শনিবার

গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। আদালতের নির্দেশে ওই তল্লাশী চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। তবে, কিছু পাওয়া যায়নি বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকাল সাড়ে ৭টার দিকে গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদের নেতৃত্বে তল্লাশী শুরু করে পুলিশ। তিনি জানান, খালেদা জিয়ার ওই কার্যালয়ে রাষ্ট্রবিরোধী ও নাশকতা চালানোর মতো সরঞ্জাম রয়েছে এমন অভিযোগে সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে অভিযান। পরে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে তল্লাশী চালানো হয়েছে।