ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

সুদের টাকা জন্য ভাতিজার হাতে চাচা খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪০ এএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকার জন্য ভাতিজার হাতে চাচা নিহত হয়েছেন। সোমবার (৩০ নভেম্বর) রাতে শহরের পূর্বমেড্ডায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক (৮০) শহরের পূর্বমেড্ডা স্কুল মসজিদ সংলগ্ন মৃত কাসেম আলীর ছেলে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৩ বছর আগে আব্দুল মালেকের ছেলে শরীফ তার চাচাতো ভাই মনিরের কাছ থেকে ব্যবসার জন্য সুদে ১ লাখ টাকা নেয়। পরবর্তীতে শরীফ প্রতিমাসে মনিরকে সুদ বাবদ ১০ হাজার টাকা করে দিয়ে আসছিল। আজ মঙ্গলবার সুদের বাকি বিশ হাজার টাকা দেয়ার তারিখ ছিল। কিন্তু সোমবার রাতেই মনির ৩-৪ জন লোক সাথে নিয়ে শরীফের বাবা আব্দুল মালেককে মারধর করে। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে  ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) ইশতিয়াক আহমেদ জানান, ‘হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মনিরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এআই/ এসএ/