ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

শিল্পী নিতুন কুন্ডুর জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ এএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

একুশে পদকপ্রাপ্ত গুণী শিল্পী নিতুন কুন্ডুর জন্মদিন আজ। ১৯৩৫ সালের আজের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি।

শিল্পী ও সাহসী উদ্যোক্তা নিতুন কুন্ডু ঢাকার চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৫৯ সালে চিত্রশিল্পে স্নাতক সমমানের পাঁচ বছরের কোর্স সমাপ্ত করেন। স্বাধীনতা আন্দোলনের সময় তার আঁকা পোস্টার ‘সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী’ ব্যাপক সাড়া ফেলেছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সাবাস বাংলাদেশ’, কারওয়ান বাজারে স্থাপিত ‘সার্ক ফোয়ারা’ তার জনপ্রিয় ভাস্কর্য।

১৯৭৫ সালে অটবি প্রতিষ্ঠা করেন তিনি। তবে চিত্রশিল্পী হিসেবে নিতুন কুন্ডু ১৯৫৯ সালে তার কর্মজীবন শুরু করেছিলেন ‘ডিজাইনার’ হিসেবে।

মুক্তিযুদ্ধে তার ভূমিকা চিরস্মরণীয়। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের জনসংযোগ বিভাগে কর্মরত ছিলেন তিনি। পটুয়া কামরুল হাসানের সঙ্গে মিলে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে পোস্টার ডিজাইন ও অন্যান্য নকশা প্রণয়ন করেন।

২০০৬ সালের ১২ সেপ্টেম্বর নিতুন কুন্ডু হৃদরোগে আক্রান্ত হন। পরে ১৫ সেপ্টেম্বর সকালে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৬ সেপ্টেম্বর পোস্তগোলা শ্মশানে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।
এসএ/