ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৪ ১৪৩২

বিষমুক্ত নিরাপদ মৌসুমী ফল নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২০ মে ২০১৭ শনিবার | আপডেট: ০৬:৫৭ পিএম, ২০ মে ২০১৭ শনিবার

বিষমুক্ত নিরাপদ মৌসুমী ফল নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ মানবন্ধনে অংশ নেয় বিভিন্ন সংগঠন। এসময় বক্তারা বলেন, ফলমূল ও খাদ্যে বিষ মেশানোর ফলে জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই বিষ ও ভেজালমুক্ত মৌসুমী ফল বাজারজাতকরণ, নিরাপদ খাবার উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে বিদ্যমান আইনগুলোর সমন্বিত ও কার্যকরী প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা।