ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

কলারোয়ায় ঔষধ ব্যবসায়ীকে হত্যার হুমকি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৫ ডিসেম্বর ২০২০ শনিবার

কলারোয়ায় প্রকাশ্যে ঔষধ ব্যবসায়ীকে খুন করার হুমকি দেয়ার ঘটনায় কলারোয়া থানায় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এই অভিযোগটি করেন উপজেলা নাথপুর গ্রামের ডাঃ আবুল কালাম আজাদ-এর ছেলে ওমর ফারুক মিঠু (৩২)। 

তিনি বলেন, একই গ্রামের  সিদ্দিক-এর ছেলে রাজু একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। সে এলাকায় বহু অপকর্মে জড়িত রয়েছে। কোনও কারণ ছাড়াই সে আচমকা ৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে তিন বটতলা মোড়ে তার ফার্মেসির দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এসময় দোকান হতে বের হয়ে গালি গালাজ করতে নিষেধ করলে সে পার্শ্ববর্তী চায়ের দোকান হতে কাঠের চলা হাতে নিয়ে আমাকে মারপিট করতে উদ্যত হয়। আমার ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে সে আমাকে খুন করার হুমকি দিয়ে চলে যায়। কিন্তু কি কারণে সে গালিগালাজ দিলো বা খুন করার হুমকি দিলো তা তিনি বলতে পারেন নি। 

তিনি আরও বলেন- বিষয়টি নিয়ে এলাকাবাসীর সঙ্গে আলাপ আলোচনা করে ও জীবনের নিরাপত্তার জন্য ঘটনার সব উল্লেখ করে কলারোয়া থানায় রাজুকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন।

এনএস/