ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৬ ১৪৩১

হ্যাটট্রিক জয়ে চোখ খুলনার, বৃত্ত ভাঙতে চায় রাজশাহী

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ১১:২৫ পিএম, ৫ ডিসেম্বর ২০২০ শনিবার

খুলনা ও রাজশাহীর মধ্যকার প্রথম লেগের ম্যাচের একটি দৃশ্য।

খুলনা ও রাজশাহীর মধ্যকার প্রথম লেগের ম্যাচের একটি দৃশ্য।

পরাজয়ের হ্যাটট্রিকে শুরু, অথচ পরের দুই ম্যাচে জিতে কোয়ালিফায়ারে যাওয়ার ঘোড়ার গাড়িতে চেপে বসেছে বেক্সিমকো ঢাকা। পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে টেবিলের চারে খালেদ মাহমুদ সুজনের ছেলেরা।

তবে শঙ্কার মেঘও উড়ে বেড়াচ্ছে ঢাকার আকাশে। শেষ তিন ম্যাচের একটিতেও যদি পা হড়কায়, তাহলে বিপদ আছে কপালে। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্ণামেন্টে নিজেদের ওপেনিং ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল। সেই ইনফর্ম দলটির বিপক্ষেই কাল (৬ ডিসেম্বর) দুপুরে নিজেদের দ্বিতীয় লেগ।

ইয়াসির-আকবর-মুশফিকদের সামনে প্রতিশোধ নেয়ার বড় সুযোগ। তবে বললেই কি আর শোধ তোলা যাবে? টুর্ণামেন্টে এখন পর্যন্ত গাজী গ্রুপ চট্টগ্রামই যে একমাত্র শক্ত প্রতিপক্ষ। মোহাম্মদ মিঠুনের বাহিনীই যে টুর্ণামেন্টে সব ম্যাচ জেতা একমাত্র দল। চার ম্যাচের সবকটিতে জিতে পাক্কা আট পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষস্থানে বন্দর নগরের দলটি। 

মুস্তাফিজ-লিটনদের দাপটে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ফর্মের তুঙ্গে চট্টগ্রাম। ওপেনিংয়ে লিটন-সৌম্য তো একবাক্যে অসাধারণ। মিডল অর্ডার ডানা মেলতে না পারলেও লোয়ার অর্ডারে মোসাদ্দেকের বেধড়ক মারে প্রতিপক্ষের বোলারদের রাতের ঘুম হারাম। 

বোলিংয়ে ফর্মে আছেন মুস্তাফিজুর-শরিফুলরা। তাইতো পরিসংখ্যান বলছে- রোববারের দ্বিতীয় লেগেও গাজী গ্রুপ চট্টগ্রামই হট ফেভারিট।

এদিকে, খুলনার খেলায় রয়েছে নরম-গরম ভাব। প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয়। তারপরেই যেন পথ হারা জেমকন খুলনা। তারকায় ভরা দলটি হেরেছে টানা দুটি ম্যাচ। ব্যাটে চরম ব্যর্থ দলের বড় তারকা সাকিব আল হাসান। যাতে প্রথম চার ম্যাচে খুলনার টপ অর্ডার যেন তাসের ঘর। তবে সেই ঘরে নতুন খুঁটি হিসেবে আবির্ভূত হয়েছেন জাকির হাসান। 

এনামুল হক বিজয়ের পরিবর্তে সুযোগ পেয়েই খেলেন ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস। রিয়াদের ব্যাটেও রানে ফেরার ইঙ্গিত। যাতে টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সাকিবরা। তাইতো খুলনার চোখ এখন হ্যাটট্রিক জয়ে। 

খুলনার ঠিক উল্টো পথে হাঁটছে মিনিস্টার রাজশাহী। অথচ প্রথম দুই ম্যাচ জিতে রাজার মতো শুরু করা দলটাই পরের তিন ম্যাচে হেরেছে ফকিরের মতো। পয়েন্ট টেবিলের মাথা থেকে সটান তিনে নেমে গেছে শান্ত-আশরাফুলরা। খুলনার বিপক্ষে প্রথম লেগে ৬ উইকেটের জয় তাই কাল সন্ধ্যার ম্যাচে রাজশাহীর একমাত্র অনুপ্রেরণা। 

নতুন পূরণের ব্যালেন্স কম্বিনেশন। তারকা ক্রিকেটার না থাকলেই বা কি? পারফর্মারে ঠাঁসা দল রাজশাহী। এখন শুধু আরেকবার ক্লিক করার অপেক্ষা। খুলনার বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হতে মরিয়া রাজশাহী। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

রাজশাহীর ব্যাটসম্যান রনি তালুকদার বলেন, ‘আমরা ভালো খেলছি। কিন্তু কাছাকাছি গিয়ে কিছু ম্যাচ হেরেছি। যা আমাদের উপর প্রভাব ফেলেছে। মূলত আমাদের বোলিং ভালো হচ্ছে না। আমাদের বোলাররা ভাল করলে আমরা ম্যাচ জিতবো।’

তিনি আরও বলেন, ‘টানা তিন ম্যাচ হেরে আমাদের সামনে এখন জয় ছাড়া অন্য কোন পথ নেই। তাই পরের ম্যাচে জয়ের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো।’

এনএস/