ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

শেষ মুহূর্তের গোলে জয় পেল জুভেন্টাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২ এএম, ৬ ডিসেম্বর ২০২০ রবিবার

ইতালিয়ান সেরি আ লিগে পিছিয়ে পরেও দারুণ জয় পেয়েছে জুভেন্টাস। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে ডার্বি জেতালেন লিওনার্দো বোনুচ্চি। 

শনিবার নিজেদের মাঠে তুরিনোর বিপক্ষে ২-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। নবম মিনিটে এগিয়ে গিয়েছিল তুরিনো। আশা জাগিয়েছিল ২৫ বছরের মধ্যে জুভেন্টাসের মাঠে প্রথম জয়ের। তবে ওয়েস্ট ম্যাককেনি ও লিওনার্দো বোনুচ্চির চমৎকার দুই গোলে জয়ের হাসিতে মাঠ ছাড়ে জুভেন্টাস।

মাত্র ৯ মিনিটে পিছিয়ে পড়ে জুভেন্টাস। নিকোলাস এনকুলু এগিয়ে দেন তুরিনোকে। সোয়াইলো মেইতের ফ্লিকে বল পেয়ে বাম পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অরক্ষিত নিকোলাস এনকুলু।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে দুই দলই খেই হারাচ্ছিল প্রতিপক্ষের রক্ষণে গিয়ে। প্রথমার্ধের বাকি সময়ে কোনো গোলরক্ষককেই সত্যিকারের কোনো পরীক্ষায় পড়তে হয়নি। ম্যাচে সমতা ফিরতে জুভেন্টাসকে অপেক্ষা করতে হয়েছে ৭৭ মিনিট পর্যন্ত।

বিরতির পর ম্যাচের ৫৭তম মিনিটে দিবালার কর্নারে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন কুয়াদরাদো। ভিএআরের সহায়তা নিয়ে গোল বাতিল করেন রেফারি। সে সময় অফসাইডে ছিলেন বোনুচ্চি।

গোলের জন্য মরিয়া জুভেন্টাস ৭৭তম মিনিটে ফেরে সমতায়। কুয়াদরাদোর ক্রসে দূরের পোস্টে অরক্ষিত ম্যাককেনি চমৎকার হেডে খুঁজে নেন জাল। সেরি আয় যুক্তরাষ্ট্রের মিডফিল্ডারের এটাই প্রথম গোল।

৮৯তম মিনিটে কুয়াদরাদোর আরেকটি চমৎকার ক্রসে প্রায় একইভাবে জাল খুঁজে নেন বোনুচ্চি। জুভেন্টাস অধিনায়কের হেড থামানোর কোনো সুযোগই ছিল না তুরিনো গোলরক্ষকের।

অবশ্য যোগ করা সময়ে দশ জনের দলে পরিণত জয় জুভেন্টাস। গোলরক্ষক কার্লো পিনসগলিও মাঠ ছাড়েন লাল কার্ড দেখে। এদিনের ম্যাচে তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো খেললেও গোলর দেখা পাননি।

এই জয়ে খানিক সময়ের জন্য টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছিল জুভরা। পরে অবশ্য ইন্টার মিলান নিজেদের ম্যাচে জেতায় তৃতীয় স্থানে নেমে গেছে জুভেন্তাস। 

১০ ম্যাচে ৫ জয় ও ৫ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান। ১০ খেলায় মাত্র একটিতে জেতা তুরিনো ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৮তম স্থানে।

এএইচ/