ঢাকা, মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫,   পৌষ ১ ১৪৩২

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

২ ছাত্র ৫ দিন ও ২ শিক্ষক ৪ দিনের রিমান্ডে

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩১ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার | আপডেট: ১২:৪৫ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার চার আসামিকে পৃথক পৃথক ভাবে মোট ৯ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর মধ্যে ভাঙচুরের সাথে সরসারি জড়িত দুই ছাত্রের পাঁচ ও সহযোগিতা করা দুই শিক্ষকদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট (দৌলতপুর আমলী আদালতের) আদালতে শুনানি শেষে বিচারক এনামুল হক এ রিমান্ড আদেশ দেন। 

এর আগে সোমবার আসামিদের আদালতে হাজির করে দুই ছাত্রের ১০দিন ও দুই শিক্ষকের ৭দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। 

প্রসঙ্গত, গত শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত ও মুখের কিছু অংশ ভেঙে ফেলা হয়। পরে সিসিটিভির ফুটেজের সাহায্যে ভাঙচুরে জড়িত দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। পরে দুই ছাত্রকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগে একই মাদ্রাসার দুই শিক্ষককেও গ্রেফতার করা হয়। 

তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

এআই/এসএ/