ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

বগুড়ায় শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার

বগুড়ার সারিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় প্রভাষক রবিউল ইসলাম আপেল ও শিক্ষিকা মুনমুন আরা মিতুর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ বুধবার সকালে সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের বুরুইল পাইকড়তলী এলাকায় এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ শতশত গ্রামবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা দায়ের করা এই মামলাকে প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে দাবি করেন এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, গত কয়েকদিন পূর্বে বগুড়া সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের পাইকরতলী গ্রামের পাওনা টাকা আদায়ের জেরে মারধরের ঘটনায় রুহুল আমীন বাদী হয়ে সারিয়াকান্দি প্রভাষক আপেল ও শিক্ষিকা মিতুসহ বেশ কয়েকজনের নামে একটি মামলা দায়ের করে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি।
এআই/এসএ/